বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডায়াল সিলেট ডেস্ক    বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারের ব্যবসায়ি জুয়েল আহমদ (২০) সোমবার বিকেলে বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে দ্রুতবেগে ছুটে আসা মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বৈদ্যুতির খুঁটির সাথে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। রাত সাড়ে দশটায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি শাহবাজপুর বাজারের চয়েজ গ্যালারির স্বত্ত্বাধিকারি ও উপজেলার পাতন গ্রামের আফতাব আলীর ছেলে।
মঙ্গলবার বাদ আছর পাতন জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

0Shares