প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ জানুয়ারি মাসের শেষ ৭ দিনে মৌলভীবাজার জেলা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৩০ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন থানায় এসব মামলার বিপরীতে মোট ৫০ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
জানুয়ারি মাসের শেষের ৭ দিনে জেলার ৭ থানায় নিয়মিত মামলায় ৫০ জন আসামি গ্রেফতারের পাশাপাশি মোট ২৮৩ টি ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে।
বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৫৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫৩০ লিটার চোলাই মদ এবং ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থনায় সর্বাধিক ১১ টি, শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় ৬ টি করে, কমলগঞ্জ থানায় ৪ টি, জুড়ী থানায় ২ টি এবং রাজনগর থানায় ১ টি মামলা রুজু করা হয়।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। গত মাসের শেষ ৭ দিনে পুরো জেলায় মোট ৩ শতাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে আমরা ৫০ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জেলাবাসীকে মাদক সংক্রান্ত যে কোন তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান করছি।”
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech