পাতাল রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,

প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২৩

পাতাল রেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,

ডায়ালসিলেট ডেস্ক::প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নেমেছে। আজ বেলা ১১টায় পাতাল রেল ও মেট্রো রেলের ডিপোর (এমআরটি লাইন-১) নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে এক জনসভার আয়োজন করা হয়েছে। সেখানে স্থানীয়দের উদ্দেশ্য ভাষণ দেবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। রঙিন ব্যানার, ফেস্টুন, তোরণ আর পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। গতকাল গভীর রাত থেকেই নেতাকর্মীরা সভামঞ্চের বাইরে ভিড় করতে শুরু করেছেন।
ডায়ালসিলেট এম/

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ