প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২৩
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এসব কথা বলেন।
বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইসচার্জ (ওসি) মোশাররফ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিত শর্মা প্রমুখ।
শপথ অনুষ্ঠানে উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলীম সেলু সহ সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্যবৃন্দ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সেলু ও ইউপি সদস্য ইনতিয়াজ গফুর মারুফ।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech