প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ সিলেটের বিভাগীয় ও জেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার ৫ ফেব্রুয়ারি তার ধারাবাহিকতায় এবছর বেলুন ও পায়রা উড়িয়ে সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সরকারের সচিব) জনাব মুঃ মোহসিন চৌধুরী । সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, জনাব মো: নিশারুল আরিফ, পুলিশ কমিশনার, এসএমপি, অতিরিক্ত বিভাগীয় কমিশনারবৃন্দ, সিলেট বিভাগের ৪ জেলার জেলাপ্রশাসক, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। খেলাধুলা ও শরীরচর্চা দেহ ও মনের প্রশান্তির জন্য অপরিহার্য।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech