২-১ গোলে জয় আবাহনীর

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৩

২-১ গোলে জয় আবাহনীর

স্পোটর্ ডেস্ক::প্রতিপক্ষের রক্ষণে চাপ দিয়ে সুযোগ তৈরি করতে থাকে তারা। অষ্টম মিনিটে রাফায়েলের ছোট পাসে কলিনদ্রেসের শট গোলরক্ষক নাঈম আঙুলের টোকায় কর্নারের বিনিময়ে ঠেকান। দুই মিনিট পর আর জাল অক্ষত রাখতে পারেননি নাঈম। ইউসুফ মোহাম্মদের ক্রসে পিটার এনওরাহর হেড জালে জড়ায়। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণের উচ্ছ্বাসে মাতে আবাহনী। ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার আগ মুহূর্তে পিটার টোকায় বল বাড়ান, নিচু বাঁকানো শটে জাল খুঁজে নেন কলিনদ্রেস। লীগে কোস্টারিকার ফরোয়ার্ডের গোল হলো ৫টি। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা ফুটে ওঠে শেখ জামালের খেলায়। ৫৪তম মিনিটে কর্নেলিয়াসের ফ্রি কিকে দূরের পোস্টে ফাঁকায় থাকা সুলাইমান সিল্লাহ অনেকটা লাফিয়ে হেড করলেও বল যায় ক্রসবারের উপর দিয়ে। ৬৩তম মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্টে নেওয়া ওতাবেকের শট কোনোমতে হাঁটু দিয়ে আটকান আবাহনী গোলরক্ষক শহীদুল। ৭০তম মিনিটের স্পট কিকের পরীক্ষায় অবশ্য পারেননি শহীদুল। কর্নেলিয়াস স্টুয়ার্টের পেনাল্টি শটে গতি থাকায় বলের লাইনে ঝাঁপিয়েও নাগাল পাননি তিনি। সোহানুর রহমান সোহানকে বক্সের ভেতরে রেজাউল রেজা ফাউল করলে পেনাল্টি পেয়েছিল শেখ জামাল। চলতি লীগে বসুন্ধরা কিংসের ডোরিয়েল্টন ও শেখ রাসেলের এমফন উদোহর মতো কর্নেলিয়াসের গোলও হলো ৭টি। এই হারে ২০১৪-১৫ মৌসুমে সবশেষ লীগ শিরোপা জেতা দলটি শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়লো আরও। সাত ম্যাচে ১২ পয়েন্ট তাদের। এদিকে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে পুলিশ এফসি। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। ৮ ম্যাচে ১২ পয়েন্ট পুলিশ এফসি’র।
ডায়ালসিলেট এম/

0Shares