প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক :: বড়লেখা উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসচ্ছল পরিবারের সচ্ছলতা আনয়নে সোমবার বিকালে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ সুফলভোগীদের মাঝে একজোড়া করে ভেড়া বিতরণ করেছে।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভেড়া পালনকারী উপকারভোগীদের মধ্যে ভেড়া প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ভেড়া বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech