সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জুড়ীতে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৩

সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে জুড়ীতে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ডায়ালসিলেট ডেস্ক :: সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার উদ্যোগে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জোটের জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও ইউরোপ প্রবাসী, স্পেনের কাতালোনীয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আমির হোসেন আমুর প্রবাস গমন উপলক্ষে অনাড়ম্বর আয়োজনে বিদায়ী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের জুড়ী উপজেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, নাট্যব্যক্তিত্ব এবং চলচিত্র শিল্পী আলহাজ্ব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমনের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অথিতি স্পেনের কাতালোনীয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা কাজী আমির হোসেন আমু।

এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রিল্যান্স ক্রাইম জার্নালিস্ট এস এম জালাল উদ্দীন, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিস মোহাম্মদ, জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালালুর রহমান, দৈনিক ভোরের সময় পত্রিকার জুড়ী উপজেলা প্রতিনিধি জাকির হোসেন ও দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাহাদ প্রমুখ।

অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা ও ইউরোপ প্রবাসী কাজী আমির হোসেন আমুকে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা পরবর্তী ২য় পর্বের অনুষ্ঠানে স্থানীয় ও জোটের নিজস্ব টিমের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। উল্লেখ্য সম্মিলিত সাংস্কৃতিক জোট এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক ভূমিকা রেখে আসছে। এ সংগঠন পর্যায়ক্রমে বর্হিঃবিশ্বে ও বাংলা সংস্কৃতিকে বাঙ্গালী জাতীর নিকট বাঁচিয়ে রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে সংবর্ধিত।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ