কমলগঞ্জে নিরাপদ সবজির মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

কমলগঞ্জে নিরাপদ সবজির মাঠ দিবস অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাতাকুঁড়ি সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় (বাঁধাকপি) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।

সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় আলীনগর  ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়।  প্রকল্পের কমলগঞ্জ শাখা অফিসের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ) মোঃ তারেক নাসির উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

বক্তব্য রাখেন প্রকল্পের মার্কেটিং ম্যানেজার মোঃ নজরুল ইসলাম শাহ্, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম মুজাহিদ ও কৃষক মোঃ মতিউর রহমান।  সভায় বক্তাগণ নিরাপদ সবজি চাষের প্রয়োজনীয়তা ও পদ্ধতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠ  পরিদর্শন করেন।

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

0Shares