শাল্লার বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু বরখাস্ত

প্রকাশিত: ২:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২৩

শাল্লার বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু বরখাস্ত

শাল্লা প্রতিনিধি :: ২০২২ সালে সুনামঞ্জের পানি উন্নয়ন বোর্ডের শাল্লা উপজেলা শাখার উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাইয়ুমের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মকর্তার ওপর হামলা ও মারধরের ঘটনায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯, ৩৪(১) ধারা অনুযায়ী বিশ্বজিত চৌধুরী নান্টুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর করা হবে।
শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু তালেব মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আসা প্রজ্ঞাপনটি পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares