মাদক বিরোধী পৃথক অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

মাদক বিরোধী পৃথক অভিযানে আড়াই কেজি গাঁজাসহ আটক ২

ডায়াল সিলেট ডেস্ক     মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করা হয়েছে।
কুলাউড়া থানার মাদক বিরোধী এক অভিযানে ২ কেজি গাঁজাসহ সজীব বুনার্জী @ দূর্গা চরণ (২২) নামে একজনকে আটক করা হয়।

৭ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুলাউড়া থানার এসআই/ আনোয়ার মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন গাজীপুর চা বাগানের গগনটিলা গেইটের সামনে থেকে আসামিকে আটক করেন।

আসামির হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আটককৃত সজীব ব্যানার্জী জুড়ী থানাধীন ফুলতলা চা বাগানের কার্তিক বুনার্জীর ছেলে।

অন্যদিকে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ কান্ত গঞ্জু (৪০) নামে একজনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই /ইফতেখার ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন বরমচাল চা বাগানের দিপু লাইনের আসামি কান্ত গঞ্জুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে। আসামির বসত ঘরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

0Shares