প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন রমদ্বান উপলক্ষে দ্রব্য মূল্যের অসহনীয় উর্ধগতি নিয়ন্ত্রণে করনীয় বিষয় ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে, আজ (৮ ফেব্রুয়ারী ২০২৩ রোজ বুধবার সকাল ১১ ঘটিকায়, মৌলভীবাজার জেলা পরিষদ ভবনের সভাকক্ষে, জেলা জাতীয় পার্টির আহবায়ক হাজী মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ মাহমুদুর রহমান মাহমুদ এর সঞ্চালনাশ, জাতীয় পার্টি মৌলভীবাজার জেলা কমিটির এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা কমিটির সম্মানিত সদস্য বৃন্দ সহ জেলার আওতাধীন প্রতিটি উপজেলা কমিটি, পৌর কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা কমিটি সহ উল্লেখিত প্রতিটি কমিটির সভাপতি – সাধারণ সম্পাদক / আহবায়ক – সদস্য সচিব ও স্বস্ব কমিটির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এ সরকারের অধিনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষতা নিয়ে জনগণ সন্ধিহান রয়েছে। সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচনের পথ সরকারকে তৈরি করার আহবান জানান। দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার হওয়ার কারনে দেশের অর্থনৈতিক সংকট তৈরি হয়। অর্থ সংকট সংকলনের জন্য সরকার জ্বালানি তেল, গ্যাস সহ প্রতিটা জিনিস পত্রের অসহনীয় মূল্য বৃদ্ধি করে মানুষের সাবাবিক জীবনযাত্রা নাভিশ্বাস হয়ে উঠেছে।সাধারণ মানুষের সাবাবিক আয়ের চেয়ে ব্যয়ের পরিমান দ্বিগুণ হওয়ার কারনে দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। খাদ্য সংকটের কারনে ৩০ বা ৩৫ টাকা কেজির চাল বর্তমান বাজারে ৫৫ থেকে ৬০ টাকা, যে চাল ৫০ /৫৫ ছিল সেই চাল ৮০ থেকে ৯০ টাকা কেজি, বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় প্রতিটা জিনিস পত্রের অসহনীয় মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে সরকার ব্যর্থতার প্রমান দিয়েছে, তেমনি দেশের অর্থ লুটপাটকারি দুর্নীতিবাজ দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারা সরকারের ব্যর্থতা। এভাবে একটি দেশ চলতে পারেনা, তাই সরকার পরিবর্তন করতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে, জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন থেকেই তৃণমূল মানুষের কাছে জাতীয় পার্টির আমলে দেশের উন্নয়নে কথা তুলে ধরতে হবে।আসছে রমদ্বান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য সহনশীল পর্যায়ে আনা এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আহবান জানান বক্তারা, বক্তব্য রাখেন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ সর্বজনাব,
তজমুল হোসেন চৌধুরীর, সম্মানিত সদস্য জেলা কমিটি। মোঃ আফতার মিয়া, সম্মানিত সদস্য জেলা কমিটি। খালেদ চৌধুরী চৌধুরী, সম্মানিত সদস্য জেলা কমিটি। হাজী মোঃ ফুল মিয়া, সম্মানিত সদস্য জেলা কমিটি। মোঃ আলতাফুর রহমান, আহবায়ক সদর উপজেলা। বদরুল হাসান জোসেফ সদস্য সচিব, সদর উপজেলা। মোঃ শাহাজান মিয়া, সদস্য সচিব মৌলভীবাজার পৌরসভা। ডাঃ ইয়াছিন তালুকদার, সদস্য সচিব রাজনগর। মোঃ আজির উদ্দিন, সভাপতি কুলাউড়া উপজেলা। মোঃ আল-আমীন, যুগ্ম আহবায়ক জুরি উপজেলা।
মোঃ বদরুল হোসেন, সদস্য সচিব জুরি উপজেলা।মোঃ সাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি বড়লেখা উপজেলা। মোঃ আনিসুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক কমলগঞ্জ পৌর সভা। হাজী মোঃ মস্তান মিয়া, আহবায়ক শ্রীমঙ্গল উপজেলা। শামসুল ইসলাম সানি, সভাপতি শ্রীমঙ্গল পৌরসভা।শাহাজাদী বেগম, সভাপতি জাতীয় মহিলা পার্টি জেলা কমিটি। জহিরুল আলম মুরশেদ, যুগ্ম আহবায়ক জাতীয় যুব সংহতি জেলা কমিটি।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ ফজলে মৌলা চৌধুরী ফুয়াদ, মোঃ হিরা মিয়া (সাবেক মেম্বার), শেখ আশরাফ উদ্দিন হিরো, মানিকুর রহমান ইয়াসিন, আব্দুল আজিজ তালুকদার, আব্দুর রহিম রেনু (সাবেক মেম্বার) প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech