প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩
নবাগত ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, আমার প্রথম পদক্ষেপ হবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা,মাদকমুক্ত সমাজ গঠন করা। থানায় আগত সাধারণ মানুষ যাতে সঠিক সেবা পায় সে জন্য কুইক রেসপ্রন্স পদ্ধতি চালু আছে।
সভায় সদর মডেল থানার এস আই রতন কুমার হাওলাদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, দৈনিক বাংলার দিন সম্পাদক বকসি ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, ইমজা সভাপতি ও মাছরাঙা টিভি প্রতিনিধি তমাল ফেরদৌস, দেশ টিভি প্রতিনিধি সালেহ এলাহী কুটি, বিটিভি প্রতিনিধি হাসানাত কামাল প্রমুখ।
মতবিনিময় সভায় ইয়াবা সেবন ও কেনা বেচা, তরুনদের মাঝে সচেতনতা বৃদ্ধি, সিএনজি অটোরিকশা, ইজিবাইক চুরি রোধ ও চালকদের অসৌজন্যমূলক আচরণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা, বিট পুলিশের কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের থানায় এসে নির্বিঘ্ন সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech