মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৩

মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ডায়াল সিলেট ডেস্ক    মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ ফেব্রুয়ারি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের আয়োজনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.খ.ম ফারুক আহমদের সভাপতিত্বে ও শিক্ষক আক্তারুজ্জামানের পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক প্রীতি বিকাশ পাল, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মঈনুল হক, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তুলসী রানী সরকার, সহকারি প্রধান শিক্ষক আবুল আলা মওদুদ।
বিদ্যালয়ে ৬৩টি ইভেন্টে ১২৪৪ জন ছাত্র অংশগ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমান জ্যোতি দেব।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ