প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩
আন্তর্জাতিক ডেস্ক::মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মঙ্গলবার তার বার্ষিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের প্রস্তুতির সময় তার স্ত্রী মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের আলোচিত চুমুর ঘটনা নিয়ে এখন চলছে আলোচজিল বাইডেন যে চুমু খেয়ে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডাউ এমহফকে! এতেই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের আগে পুরো বাইডেনের বদলে নজর কেড়ে নেন জিল।
মুহূর্তেই ঘটনাটি ঘটে যায়। কংগ্রেস সদস্যদের উৎসাহের মধ্যেই ফার্স্ট লেডি জিল এগিয়ে গিয়ে ডাউ এমহফের হাত ধরেন। এর পরের দৃশ্যই অনলাইনে বেশি ছড়িয়েছে।খবর নিউইয়র্ক পোস্টের।
তারা পরস্পরকে আলিঙ্গন করতে এগিয়ে যেতেই যেন হিসাবের গরমিল হয়ে যায়। এমন পরিস্থিতি দেখা গেছে যাতে মনে হয়, তারা চুমু খেয়েছেন। অথবা চুমু খাওয়ার মতোই খুব কাছাকাছি এসেছেন।
যুক্তরাষ্ট্রের ট্যাবলয়েড পত্রিকা এ ঘটনাটিকে লিখেছে ‘স্মুচ অব দ্য ইউনিয়ন’। ওই ঘটনার ছবি জুম করে ঘোষণা দিয়েছে, তারা চুমু খেয়েছেন, এতে কোনো সন্দেহ নেই।
তবে অন্য ছবিতে চুমুর দৃশ্য আলাদা মনে হয়েছে। তবে বাইডেন প্রশাসনের সমালোচক ফক্স নিউজ বলেছে, এটা ভুল করে ঘটা কোনো বিষয় নয়। তারা চুমু খেয়েছেন।
ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়েন কনওয়ে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ওয়াও! কোভিড মনে হচ্ছে সত্যিই দূর হয়েছে
।
ডায়ালসিলেট এম/
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech