ওজন বাড়ালেন ঋতাভরী

প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

ওজন বাড়ালেন ঋতাভরী

বিনোদন ডেস্ক::অভিনয়ের কারণে অনেক সময় নিজেকে পরিবর্তন করতে হয়। কখনো ওজন বাড়িয়ে আবার কখনো কমিয়ে। এসব ঘটনার হরহামেশা দেখা মেলে বলিউডে। আর এবার টালিউডের ঋতাভরী চক্রবর্তী নিজের ওজন বাড়িয়ে প্লাস সাইজ করে তাক লাগালেন। ঋতাভরী চক্রবর্তী-আবির চট্টোপাধ্যায় অভিনীত এবং অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘ফাটাফাটি’ সিনেমায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে এবং বক্স অফিসে ঝড় তুলতেই তার এই ওজন বাড়ানো। আগামী ১২ই মে মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এ সিনেমার জন্য প্রায় ২৫ কেজি ওজন বাড়িয়ে ফেলেছেন নায়িকা। এই জার্নিটা যে কতোটা কঠিন ছিল সে কথাই এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, আমার অস্ত্রোপচারের পর হঠাৎ করেই প্রায় ৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। ভেবেছিলাম খুবকিন্তু দেখলাম হয়ে গেল বিপরীত। ছবিতে অভিনয় করার জন্য আমাকে আরও অনেকটাই ওজন বাড়াতে হো।
ডায়ালসিলেট এম/

0Shares