বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৪

সিলেটের দক্ষিণ সুরমায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে শিশুটির বাবা-মাসহ আরো ৪ জন।

শুক্রবার দুপুর ১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশুর নাম সৌম্য কর (৮)। সে মৌলভীবাজার সদর উপজেলার কলাকলস এলাকার সন্তোষ করের ছেলে। এ দুর্ঘটনায় সৌম্যর বাবা সন্তোষ কর (৪০), মা রিতা কর (৩৫) এবং বোন বৃষ্টি কর (১৫) ও মৌ কর (৫) আহত হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সন্তোষ কর মৌলভীবাজার থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি প্রাইভেট কারে সিলেট নগরের শিবগঞ্জ এলাকায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি এলাকার হাবিব হোসেন অ্যান্ড সন্স ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে সিলেট থেকে ঢাকামুখী একটি বাসের সঙ্গে তাদের প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেট কারে সব আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করেন। তারা এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে সন্তোষ করকে সিলেটের দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে এবং অন্যদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সৌম্য করকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেট কার ও বাস উদ্ধার করা হয়েছে। নিহত শিশুর লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী জানান, সৌম্য দেবকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। বাকিরা চিকিৎসাধীন আছেন। তবে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক।

0Shares