মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধন

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

মৌলভীবাজারে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা ২০২৩ এর উদ্বোধন

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে সোমবার ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:৩০ মিনিটে গীর্জাপাড়াস্থ মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্ধােধন করা হয়।
মৌলভীবাজার দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার- রাজনগর ৩ আসনের স্থানীয় সংসদ সদস্য ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমেদ এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, , পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, ৬ নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান প্রমুখ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমেদ মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে শিল্প ও বাণিজ্য মেলার সার্বিক সফলতা কামনা করেন।
দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি বলেন, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এখানে সাধারণ নাগরিকদের কেনাকাটার পাশাপাশি সুস্থ বিনোদনের জন্য নানা আয়োজন থাকছে। ম্যাসব্যাপী এ মেলায় বিভিন্ন পণ্যের বাহারি স্টলের পাশাপাশি শিশু কিশোরদের সুস্থ বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সভাপতি সবাইকে মেলায় আসার জন্য অনুরোধ জানান।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথি বৃন্দ। নান্দনিক সাজ ও আলোর ফোয়ারায় সাজিয়ে তোলা হয় মেলা প্রাঙ্গণ। মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় প্রায় ১০০ টি স্টল অংশ নেয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্য মেলা চলবে। দর্শণার্থীদের মেলার গেট থেকে ২০ টাকা মূল্যের টিকেট কেটে মেলায় প্রবেশ করতে হবে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ