মৌলভীবাজারে মসজিদের মালামাল চুরি

প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২৩

মৌলভীবাজারে মসজিদের মালামাল চুরি

ডায়াল সিলেট ডেস্ক ॥  মৌলভীবাজার সদর ইউনিয়ন ১১ নং মোস্তাফাপুর ইউনিয়নে অবস্থিত মোস্তফাপুর উমর এন্ড অলিভট্রি কোরআন একাডেমি নামক মসজিদে মালামাল চুরির ঘটনা ঘটছে। এবিষয়ে মসজিদের খাদেম মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন গত ০৭/০২/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬ ঘটিকা হতে রাত ৬:৪৫ ঘটিকার মধ্যবর্তী যেকোনো সময় মাগরিবের নামাজ চলাকালীন অবস্থায় উক্ত চুরির ঘটনাটি ঘটেছে। তিনি বলেন ধারণা করা হচ্ছে নামাজ চলাকালীন অবস্থায় চোরেরা মসজিদ উমর এন্ড অলিভট্রি কোরআন একাডেমি গেইটের ভেতর প্রবেশ করে এবং মসজিদের অজুখানার স্টিলের ০৯ টি টেপ (ফোয়ারা) চুরি করে নিয়ে যায় যাহার বাজার মূল্য আনুমানিক ২৭ হাজার টাকা, মসজিদের সিসিটিভি ফুটেজ দেখে মুটামুটি নিশ্চিত হন যে চোরেরা মাগরিবের নামাজ চলাকালীন অবস্থায় চুরির ঘটনাটি ঘটিয়েছে ।পরবর্তীতে মসজিদ কমিটির লোকজন নিয়ে মৌলভীবাজার মডেল থানায় অজ্ঞাত নামা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে মিজানুর রহমান আরও বলেন, যেহেতু মসজিদের অজুখানার ভেতর কোনো সিসিটিভি ক্যামেরা নেই তাই তাদের চুরির ঘটনা সরাসরি দেখা সম্ভব হয়নি তবে নামাজ চলাকালীন অবস্থায় প্রায় ১৫/২০ মিনিট সময় একটি ছেলে অজুখানার ভেতর থেকে বাইরে আসে এটা স্পষ্ট ছিলো, এবং এই ভিডিও ফুটেজ দেখে আমরা মুটামুটি নিশ্চিত সেই ছেলেটি ও তার সাঙ্গপাঙ্গরা এই চুরির ঘটনাটি ঘটিয়েছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ