দুইদিনের সফরে আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৩:৫২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

দুইদিনের সফরে আজ সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী

ডায়াল সিলেট ডেস্ক :: দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন।
সফরসূচি অনুসারে, আজ সকাল ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী। সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
পরে দুপুর সাড়ে ১২টায় দুপুর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ও বেলা ১টায় রাজা জি.সি. উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সন্ধ্যা সাতটায় নাইওর পুল পয়েন্টস্থ ইম্পেরিয়াল হাসপাতাল উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন মন্ত্রী।
আগামীকাল শুক্রবার সকাল ১০টায় সিলেট নগরীর জেলরোডস্থ হোটেল গোল্ডেন সিটিতে বাংলাদেশ প্রাণিসম্পদ খাতঃ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক গণমাধ্যম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা পদক প্রদান ও বিকাল ৪টায় নগরীর রিকাবিবাজারস্থ স্কাউট নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
একইদিন বিকাল ৫টায় সিলেট প্রেসক্লাব অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পরে রাত সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি।

0Shares