কুলাউড়ায় আসছেন এমপি সুলতান মনসুর

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩

কুলাউড়ায় আসছেন এমপি সুলতান মনসুর

ডায়াল সিলেট ডেস্ক ॥ রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) কুলাউড়ায় আসছেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি সময় কুলাউড়াকে নিশ্চিত করেন এমপির অফিস সহকারী শেখ রুহেল।
তিনি জানান, এমপি সুলতান মনসুর বুধবার কুলাউড়ায় এসে সর্বস্তরের জনসাধারণসহ বিভিন্ন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
পরদিন বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কুলাউড়া সরকারি কলেজ মাঠে ছষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ ও চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
0Shares