প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক ॥ মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে ৩০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং ১০ পিস ইয়াবাসহ ০৫ জনকে আটক করা হয়েছে। মৌলভীবাজার সদর মডেল থানার এসআই ইমতিয়াজ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গিয়াস নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ লিটার চোলাই মদসহ আসামি ১। লিয়াকত মিয়া (৩৬), ২। সাজ্জাদ মিয়া(৩২) এবং ৩। ইকবাল হোসেনকে আটক করেন। গোপন সংবাদের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি অনুমান ১০.৩০ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানাধীন গিয়াসনগর গ্রামের মেসার্স রিয়াদ এন্ড ইমাদ ভ্যারাইটিস স্টোরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকশার ভেতরে থাকা তিনটি সাদা রংয়ের প্লাস্টিকের বড় ড্রামে ১০০ লিটার করে মোট ৩০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক চোরাচালানে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়। মৌলভীবাজার সদর থানার অন্য এক অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১। সাইফুল ইসলাম @ আলাউদ্দিন আহমেদ এবং ২। সবুজ মিয়া নামে দুজনকে আটক করা হয়েছে। রাত প্রমাণ ১২ ঘটিকার সময় মৌলভীবাজার সদর থানার এসআই কে এম নুর-ই- আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মৌলভীবাজার শহরের সাইফুর রহমান স্টেডিয়ামের প্রবেশ গেটের সামনে থেকে দুজনকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে দুজনের হেফাজত থেকে ৫ পিস করে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
Editor & Publisher : - Sohel Ahmed
764 great west road,isleworth, London. UK Mobile : +447438548379
Address: 4th floor, Kaniz Plaza, Zindabazar, Sylhet 3100
Design and developed by AshrafTech