সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) জুড়ী থানা পরিদর্শন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৩

সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) জুড়ী থানা পরিদর্শন

ডায়ালসিলেট ডেস্ক: সিলেট  রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম) শনিবার ১৮ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার জেলার জুড়ী থানা পরিদর্শন করেন।

এ সময় জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি তদন্ত হুমায়ুন কবির, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশের সদস্যরা এক উষ্ণ অভ্যর্থনা জানান।

থানা পরিদর্শনকালে ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ কুশল বিনিময় শেষে পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। তিনি থানার বিভিন্ন মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল রাখতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বলেন, আপনারা মানুষের সেবার জন্য এসেছেন। আপনাদেরকে সেবার মাধ্যমে মানষের আস্তা অর্জন করে প্রমাণ করতে হবে পুলিশ জনগনের বন্ধু।

0Shares