প্রবাসী শাহ্ বাবুল হোসেন এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩

প্রবাসী শাহ্ বাবুল হোসেন এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্যবিজয় পীরবাড়ি গ্রামের লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজসেবক শাহ্ বাবুল হোসেন এর আয়োজনে মসজিদ ও মুয়াজ্জিনের সম্মানি ভাতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ
২৩ বৃহস্পতিবার দুপুরে ত্রৈলোক্যবিজয় পীরবাড়ি প্রাঙ্গণে এ আলোচনা সভায় শাহ্ ফয়সল আবেদীন আবদালের সভাপতিত্বে ও  মুহিবুর রহমানের সঞ্চানলায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আয়োজনকারী ও উক্ত অনুষ্ঠানের উদ্দ্যোগতা শাহ্ বাবুল হোসেন।  বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন অবঃ মেজর তারেক আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক চৌধুরী মোহাম্মদ মেরাজ ও এলাকার অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ ।
অনুষ্ঠানে আরেও উপস্থিত ছিলেন ব্যবসায়ী ফখরুল ইসলাম, আয়োজনকারী পরিবারের সদস্য লন্ডন প্রবাসী শাহ্ দিপু ও শাহ্ নিপু সহ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ৪০ টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের ৮০ জনকে আতর, টুপি, জায়নামাজ ও তসবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শুরুতে বিশ্বের সকল মানুষের শান্তি ও কল্যান কামনায় দোয়া করা হয়।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ