তলোয়ার হাতে, আরবীয় পোশাকে অন্য রোনালদো!

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

তলোয়ার হাতে, আরবীয় পোশাকে অন্য রোনালদো!

স্পোর্টস ডেস্ক :: সম্পূর্ণ নতুন একটি সংস্কৃতি, নতুন পরিবেশ। সেখানেও কতই না সহজে মিশে যেতে পারলেন ক্রিস্টিয়ানো রোনালদো! গত ডিসেম্বরের শেষ দিকে আল নাসেরের সঙ্গে চুক্তি করেন পর্তুগিজ সুপারস্টার। সৌদি আরবের ক্লাবটিতে দারুণ উপভোগ্য সময় কাটাচ্ছেন তিনি, তা স্পষ্ট হলো দেশটির প্রতিষ্ঠা দিবস উদযাপনে।

 

১৭২৭ সালে ইমাম মোহাম্মদ বিন সৌদ কর্তৃক দেশটির প্রতিষ্ঠার স্মরণে সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ২২ ফেব্রুয়ারি। তিন বছর ধরে এটি জাতীয় ছুটির দিন হিসেবে পালন করা হচ্ছে। এমন দিনে উৎসবমুখর সময় কাটালেন রোনালদো। ক্লাবে তার ও সতীর্থদের কার্যকলাপ ও গোটা দিনটি উপভোগ করার ছবি ও ভিডিও শেয়ার করেছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

 

ঐতিহ্যবাহী আরবীয় পোশাক পরে ও তলোয়ার হাতে আরদাহ নাচেও যোগদান করেন রোনালদো। আল নাসেরের অফিসিয়াল টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি সৌদি কফি পান করছেন। পরে একটি সাদা সৌদি থৌব পরে উদযাপনে মাতেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

 

নেভি ব্লু ও সোনালি প্রিন্টের ঐতিহ্যবাহী দাগলাহও পরেন রোনালদো। হাতে ছিল তলোয়ার। কাঁধে সৌদি আরবের জাতীয় পতাকা। নেচে গেয়ে সতীর্থদের সঙ্গে দিনটা পার করেন তিনি।

 

অভিজ্ঞতাটা কেমন ছিল টুইটারে জানান রোনালদো, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের অনেক শুভেচ্ছা। আল নাসেরে এই উদযাপনে থাকতে পারার অভিজ্ঞতা ছিল খুবই বিশেষ।’

 

0Shares