ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত

ডায়ালসিলেট ডেস্ক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজারের আয়োজনে ফ্র্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি বেঙ্গল কনভেনশন হলে দিনব্যাপী হার্ট ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করেন জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালের ক্লিনিক্যাল এন্ড ইন্টারকনভেনশনাল কার্ডিওলজিষ্ট ডা: পার্থ প্রতিম সাহা।
এ সময় হার্ট ক্যাম্পে উপস্থিত ছিলেন মৌলভীবাজার হার্ট ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোশাহিদ আহমেদ চুন্নু, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার সৈয়দ মোজাম্মেল হোসেন শরীফ, ইউকে প্রবাসী ও হার্ট ফাউন্ডেশনের সদস্য ফারুক আহমেদ প্রমুখ।
দিনব্যাপী এই ফ্র্রি হার্ট ক্যাম্পে অসহায় ও গরীব রোগীদের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত সকল রোগেীদের সেবা প্রদান করা হয়।উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে হৃদরোগে আক্রান্ত বাড়ছে। ফলে হার্ট অ্যাটাক বিষয়ে সচেতনতার বিকল্প নেই।

0Shares