পিএইচডি ডিগ্রি অর্জনে কমলগঞ্জে তপন কুমার সংবর্ধিত

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

পিএইচডি ডিগ্রি অর্জনে কমলগঞ্জে তপন কুমার সংবর্ধিত

ডায়ালসিলেট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গবেষক ড. তপন কুমার পালিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার নিজ জন্মভূমিতে সংবর্ধিত হলেন।
বুধবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের বৃন্দাবনপুর আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয় হলরুমে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর আয়োজনে এ সংবর্ধনা প্রধান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মহরম, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাহুর রহমান চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র দেবনাথ, কবি নিখিল কান্তি গোস্বামী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ড. তপন কুমার পালিতকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয়।

0Shares