ফেঞ্চুগঞ্জে ওয়াগন লাইনচ্যুত

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

ফেঞ্চুগঞ্জে ওয়াগন লাইনচ্যুত
রেল যোগাযোগ বিচ্ছিন্ন

 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে ঢাকাগামী একটি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

 

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর নামক স্থানে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, রেলওয়ে সিলেটের স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল।

 

তিনি জানান, ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের ক্ষয়ক্ষতি হয়নি। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে সব মিলিয়ে ঘন্টা দুয়েক সময় লাগতে পারে।

 

এদিকে ওয়াগনের চাকা লাইনচ্যুতির ঘটনায় রেলওয়ে সিলেটের স্টেশনে আটকে আছে ঢাকাগামী উপবন। এতে অপেক্ষমাণ সময় কাটাচ্ছেন কয়েকশ মানুষ।

 

এ ব্যাপারে স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল জানান, উপবন ট্রেনটি রাত সোয়া ১১টায় সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ওয়াগনের চাকা লাইনচ্যুতির ঘটনায় সেটি স্টেশনে আটকে আছে। এ অবস্থায় যারা পরীক্ষা বা জরুরী কোন কারণে খুব সকালে ঢাকা পৌঁছাতে চান তাদেরকে অন্য যানবাহনে চলে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে সমস্যা না হলে তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে।

 

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ