বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিয়ন কমিটি অনুমোদন

প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিয়ন কমিটি অনুমোদন

ডায়ালসিলেট ডেস্ক: বড়লেখায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আট ইউনিয়নের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো, মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত আহ্বায়ক কমিটির উপজেলার বর্নী ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিব হলেন আরিফুল হাসান আনোয়ার ও সাহেদ আহমদ। নিজ বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদ আহমদ, সদস্য সচিব হেমায়ত হোসেন হিরো, উত্তর শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক আদনান ওয়াহিদ মিশু ও সদস্য সচিব জুনেদ আহমদ। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আহ্বায়ক মো. উজির আহমদ, সদস্য সচিব মো. সরফ উদ্দিন, বড়লেখা সদর ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল লতিফ, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব হাসিম আহমদ, সুজানগর ইউনিয়নের আহ্বায়ক মো. হুসাইন, সদস্য সচিব নজরুল ইসলাম এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আহ্বায়ক শেখ মো. ময়নুল ইসলাম, সদস্য সচিব আরিয়ান হাবিব।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব ও সদস্য সচিব আব্দুল মালিক জানান, অনুমোদিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে অধিনস্থ ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

0Shares