প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশেনের এফিলিয়েটেড শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প।
২৪ ফেব্রুয়ারি শুক্রবার এ হার্ট ক্যাম্পের উদ্বোধন করেন শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর সভাপতি উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল পৌরসভার মহসীন অডিটরিয়ামে আয়োজিত এ হার্ট ক্যাম্পের প্রধান চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক স্পেশালিস্ট ডা. ফৌজিয়া খান, হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা: মোহাম্মদ আলী ভূইয়া জয়, শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায় ও অবসর প্রাপ্ত পরিচালক ডা: দিনেশ সুত্রধর।
এ ছাড়াও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাত হোসেন চৌধুরী, ডা: মামুন আহমেদ, অপসোনিন এর এরিয়া ম্যানেজার মোহনজী বানিয়া ও চিকিৎসা সহকারী সুমন দেবনাথ।
অপসোনিন ফার্মা লিমিটেড এর সহযোগীতায় দিনব্যাপী এ হার্ট ক্যাম্পে শতাধিক জন রোগীকে বিনামুল্যে ইসিজি, ডায়বেটিস পরীক্ষা ও হৃদরোগ বিশেষজ্ঞদারা ব্যবস্থাপত্র দেয়া হয়।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech