হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৩

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মশাল মিছিল

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে  মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবং ৭ তফা দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজারে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সন্ধ্যা ৭টায় শহরের কালীবাড়ি থেকে মশাল মিছিল বেরিয়ে চৌমোহনা হয়ে বিভিন্ন শহরের বেশ কিছু সড়ক প্রদক্ষিণ করে সাইফুর রহমান রোডস্থ সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
২৪ ফেব্রুযারী শুত্রুবার মশাল মিছিলের উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু,সাধারণ সম্পাদক নকুল কুমার দাস,সাংগঠনিক সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও সনাতনধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ