দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা

ডায়ালসিলেট ডেস্ক:  জুড়ীতে সুদের উপর ৪০ হাজার টাকা নিয়ে ৭ লক্ষাধিক টাকা দিয়েও রেহাই পাননি ক্ষুদ্র ব্যবসায়ী আমির হোসেন। উপরন্তু দৈনিক ৫শত টাকা করে চাঁদা না দিলে প্রাণে মারার হুমকি দিয়েছেন দাদন ব্যবসায়ী হারিছ মিয়া। এ ঘটনায় আমির হোসেন বাদী হয়ে গত ২২ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ৬নং আমল আদালত, মৌলভীবাজার-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামের বাসিন্দা মো: নূর মিয়ার পুত্র মো: আমির হোসেন জাঙ্গিরাই এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি ব্যবসার প্রয়োজনে প্রায় ৪ বছর পূর্বে পার্শ্ববর্তী বেলাগাও গ্রামের বাসিন্দা মো: ইব্রাহিম মিয়ার পুত্র দাদন ব্যবসায়ী মো: হারিছ মিয়ার নিকট থেকে তিনশ টাকার তিনটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে ৪০ হাজার টাকা সুদে নেন। দৈনিক ৫০০ টাকা হারে বিগত ৪ বছরে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা পরিশোধ করার পরেও হারিছ মিয়া তাকে টাকার জন্য চাপ দিতে থাকলে আমির হোসেন আর টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে গত ৯ ফেব্রুয়ারি হারিছ মিয়া আমির হোসেনের গলায় দা ধরে দৈনিক ৫শত টাকা করে চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে প্রাণে হত্যার হুমকি দেন। এ ঘটনায় আমির হোসেন ২২ ফেব্রুয়ারি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট ৬নং আমল আদালত, মৌলভীবাজার-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ডিবি পুলিশকে দায়িত্ব প্রদান করেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী একই আদালতে উক্ত হারিছ মিয়া ওরফে হারিস মোহাম্মদ এর উপর ইউ.পি সদস্য জাকির হোসেন বাদী হয়ে ৫ লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে একটি মামলা করেন। যা ডিবি পুলিশ তদন্ত করছে।
এ বিষয়ে অভিযুক্ত হারিছ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো মিথ্যা। ইউপি সদস্য জাকির হোসেনের চক্রান্তে মামলাটি করা

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ