প্রবাসীর ভূমি দখলের চেষ্টা, স্থিতাবস্থা জারির নির্দেশ

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

প্রবাসীর ভূমি দখলের চেষ্টা, স্থিতাবস্থা জারির নির্দেশ

ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় দুবাই প্রবাসী মো. রহিম উদ্দিনের প্রায় ১৪ বছর পূর্বের ক্রয়কৃত ভূমি বিক্রেতার যোগসাজসে কতিপয় ব্যক্তি জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুলতানা বেগমের পিটিশন মামলায় (মামলা নং-০৭, তাং-১১.০১.২৩) সংশ্লিষ্ট ভূমির উপর স্থিতাবস্থা জারির নির্দেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত।

বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে পুলিশ বিরোধীয় ভূমির উপর স্থিতাবস্থা জারি করেছে।

অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার অজমীর গ্রামের দুবাই প্রবাসী মো. রহিম উদ্দিন একই গ্রামের মো. আব্দুর রৌপের নিকট থেকে বিগত ২০০৯ সালে ৭ শতাংশ ভূমি ক্রয় করেন। একই দাগের সংলগ্ন প্রায় ১১ শতাংশ ভূমি ক্রয় করেন মোস্তফা উদ্দিন বাদল। আব্দুল হক ও আব্দুল জলিল বাদলের নিকট ওই ভূমি বিক্রি করেন। প্রবাসী বিদেশ থাকার সুবাদে বিক্রেতা আব্দুর রৌপ, আব্দুল হক ও আব্দুল জলিলের যোগসাজসে মোস্তফা উদ্দিন বাদল প্রবাসী মো. রহিম উদ্দিনের ভূমি দখলের চেষ্টা চালায়। জোরপূর্বক প্রবাসীর ভূমি নিজের ভূমির মধ্যে ঢুকিয়ে নেওয়ার হীন উদ্দেশ্যে মোস্তফা বাদল উদ্দিন মাটি ভরাট, বাউন্ডারি দেওয়াল নির্মাণ ও পাকা স্থাপনা নির্মাণের পায়তারা চালায়। গত ৭ জানুয়ারী উক্ত ভুমি দখলের চেষ্টা চালালে প্রবাসীর স্ত্রী ও স্বজনরা তাদেরকে বাধা দিলে তারা তা মানেনি। পরে প্রবাসীর স্ত্রী সুলতানা বেগম নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মোস্তফা উদ্দিন বাদল, মো. আব্দুর রৌপ, আব্দুল জলিল ও আব্দুল হককে আসামী করে পিটিশন মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আদালত বিরোধীয় ভূমির উপর স্থিতাবস্থা জারির আদেশ দেন।

এদিকে আদালতের নির্দেশে বুহস্পতিবার বিকেলে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ উক্ত ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন।

এসআই জাহেদ আহমদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আদালতের নির্দেশনা মোতাবেক তিনি উক্ত ভূমির উপর ১৪৪ ধারা জারি করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত ভূমিতে কোনোধরনের কাজ না করার জন্য বিবাদীদের নোটিশ দিয়েছেন।

0Shares