মৌলভীবাজারে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

 মৌলভীবাজারে  প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী

মনজু বিজয় চৌধুরী॥  মৌলভীবাজারে আজ থেকে শুরু হয়েছে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রাণী সম্পদ অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে ভেটেরিনারি অফিসার এ জেড এম ওয়াহিদুল আলম, ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশীদ চৌধুরীসহ প্রাণী সম্পদ কর্মকর্তা-কর্মচারী ও খামারিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজনে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মৌলভীবাজার সদর।

মেলায় বিভিন্ন স্টলে দেশীয় এবং উন্নত জাতের হাঁস-মোরগ, গরু, কবুতর এবং ছাগল প্রদর্শন করা হচ্ছে। রোগ-বালাই প্রতিরোধ এবং উন্নত পশুসম্পদ উৎপাদনের পরামর্শ দেওয়া হচ্ছে।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ