মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে ২৫ ফেব্রুয়ারী শনিবার শহরের শাহমোস্তফা সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে বেরিরপাড় পয়েন্টে এসে শেষ হয়। মৌলভীবাজার জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল কে যুবদল কেন্দ্রীয় সংসদ (সিলেট বিভাগ) সহ-সভাপতি, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ মাকসুদ আহমদ কে যুগ্ম সাধারন সম্পাদক ও মাহবুবুর রহমান কে সহ-সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব অর্পণ করায় মৌলভীবাজার জেলা যুবদল এই আনন্দ মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন নতুন এই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আগামীর রাজপথের আন্দোলন সংগ্রামে আমরা অবশ্যই সক্রিয় থাকব। তারা তৃণমূলের পছন্দের নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কমিটিতে পদায়ন করায় অভিভাবক সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

0Shares