প্রকাশিত: ৯:৫০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ডায়ালসিলেট ডেস্ক::বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে জেলা পর্যায়ে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বাধা, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বিএনপি’র কয়েক শতাধিক নেতাকর্মী। গতকাল ৬৬টি সাংগঠনিক জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। এতে কয়েকটি জেলায় আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতাকর্মী কর্তৃক বাধা, ধাওয়া, হামলা ও মঞ্চ দখলের অভিযোগ করেছে বিএনপি। কোথাও আবার হামলা চালিয়ে পদযাত্রা কর্মসূচি পণ্ড করে দেয়া হয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পুলিশ পদযাত্রায় বাধা দিয়ে লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেপ্তার করার অভিযোগও পাওয়া গেছে। প্রাথমিকভাবে বিএনপি দাবি করছে- অন্তত ২০ টি’র বেশি স্থানে হামলার ঘটনা ঘটেছে। ২ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গতকাল বাগেরহাটে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়ে পুলিশ ৪০ পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচিতে ধাওয়া দিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। নাটোরে বিএনপি’র পদযাত্রা শুরুর আগে মোটরসাইকেলের বহর থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। নেত্রকোনায় কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগ। এ সময় ব্যানার-ফেস্টুন কেড়ে নিয়ে অগ্নিসংযোগ ও মোটরসাইকেল, মাইক্রোবাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। ঝালকাঠিতে নেতাকর্মীদের লাঠিপেটা করে পুলিশ। নীলফামারীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচির মঞ্চ দখল করে নেয় ছাত্রলীগ। কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় টিয়ারশেল ও ফাঁকা গুলিও ছোড়া হয়। ঝালকা বিএনপি ও ছাত্রলীগ-যুবলীগ-পুলিশের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ে অবস্থানকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে ঘটনার পরপরেই পুলিশের উপরে হামলার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট আনিসুর রহমান খানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। বিএনপি’র নেতারা দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি জেলা বিএনপি’র নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা কর্মসূচি পালন করে দলীয় কার্যালয়ে অবস্থান করছিল। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের একদল স্বন্ত্রাসী অতর্কিতভাবে বিএনপি অফিসে হামলা চালায়। এতে জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকটে শাহাদাৎ হোসেন, জেলা বিএনপি নেতা জামাল হোসেন, নলছিটি উপজেলা বিএনপি’র সভাপতি আনিচুর রহমান হেলালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৮ নেতাকর্মী আহত হয়েছেন।
ডায়ারসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech