প্রকাশিত: ৩:৩৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সূর্য সন্তান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে জীবনবাজী রেখে বীর মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেন। তাদের কল্যাণে সম্মানীভাতা বাড়িয়েছেন, ঘর বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দিতে হবে।
তিনি বলেন, এই দেশ যতদিন থাকবে, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে। বীর মুক্তিযোদ্ধাদের কারণে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি।
শনিবার বিকাল ৩টায় নগরীর মাছিমপুরস্থ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির আহ্বায়ক মনোজ কপালী মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সোহেল রেজা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা হাজী রইছ আলী, দক্ষিণ সুরমা উপজেলার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা রইছ আলী, বীর মুক্তিযোদ্ধা সুধীর রঞ্জন দাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি সৈয়দ মোজাফর হোসেন, সহ-প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম জুয়েল, সদস্য মো. নুরুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা সন্তান এসআই আল আমিন, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ফয়জুর রহমান ফয়ছল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, যুগ্ম আহ্বায়ক সার্জেন্ট হাবিবুর রহমান প্রমুখ।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech