প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
বিনোদন ডেস্ক::জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আরিফিন শুভ’র বৃহস্পতি এখন তুঙ্গে। কারণ নতুন বছরের দুই মাসও অতিক্রম হয়নি, এরমধ্যেই তার দু’টি আলোচিত সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে ১৩ই জানুয়ারি মুক্তি পায় চলতি সময়ের অন্যতম শীর্ষ এ নায়কের ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি। সিক্স প্যাকের আরিফিন শুভ ছবিতে মুগ্ধ করেছেন দর্শকদের। অন্যদিকে ঠিক এক মাস পর ভালোবাসা দিবস উপলক্ষে চরকিতে মুক্তি পায় তার ওয়েব সিনেমা ‘উনিশ ২০’। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ ছবিতে আফসান আরা বিন্দু অভিনয় করেন শুভর বিপরীতে। ছবিতে একেবারে রোমান্টিক শুভকে আবিষ্কার করা গেছে। জানুয়ারিতে মার মার কাট কাট অ্যাকশন আর ফেব্রুয়ারিতে ভালোবাসায় ডুব, এটা কীভাবে সম্ভব হয়েছে? আরিফিন শুভ বলেন, সেটা জানি না। তবে চেষ্টা করি যে চরিত্রটি করি তার মাঝে ডুব দেয়ার। ‘ব্ল্যাক ওয়ার’ ছিল পুলিশি অ্যাকশন সিনেমা আর ‘উনিশ এদিকে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এ অভিনয়ের পর অনেকেই বলতেন শুভকে অ্যাকশন চরিত্রেই বেশি মানায়। রোমান্টিকের জন্য তিনি সঠিক নন। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণ করেছেন শুভ ‘উনিশ ২০’ ছবিতে। ছবিটিতে অপু চরিত্রে শুভ একেবারেই মিশে গিয়েছিলেন। আরিফিন শুভ বলেন, দর্শকদের জন্যই আসলে কষ্ট করে কাজ করা। তারা যদি আমার কাজ দেখে খুশি হন, আনন্দ পান, তার চাইতে বড় পাওয়া আর কী হতে পারে! এদিকে শুভ বর্তমানে ব্যস্ত রয়েছেন অনম বিশ্বাসের সিনেমা ‘ফুটবল ৭১’ নিয়ে। এরইমধ্যে ছবিটির কিছু অংশের শুটিং হয়েছে। শুভ বলেন, ছবিটির গল্প সুন্দর, আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। ছবির জন্য আগে নিজেকে প্রস্তুত করেছি, তারপর শুটিংয়ে নেমেছি। আশা করছি ভালো কিছু পাবেন দর্শক।
ডায়ারসিলেট এম/
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech