প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ জাতীয় নির্বাচনের মত স্থানীয় সরকার নির্বাচন গুলোতে নগ্নভাবে ভোট ডাকাতি করে স্থানীয় সরকার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ভূমিকা রাখতে পারছেন না। এজন্য প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলনে বিএনপির ১০ দফা দাবী আদায়ে স্থানীয় প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
সোমবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগের স্থানীয় সরকারের বর্তমান ও সাবেক জন প্রতিনিধিদের সাথে ২৮ তারিখে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার লক্ষে সিলেট জেলার প্রতিনিধিদের মাঝে পরিচিতি কার্ড বিতরণকালে তিনি এসব কথা বলেন।
পাস কার্ড বিতরণকালে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- কাজি রফিক, সেলিমুজ্জামান সেলিম, ওমর ফারুক সাফিন, ইকবাল হোসেন শ্যামল, সিলেট জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ।
এসময় সিলেট বিভাগের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech