ইমরানুরকে ১১ লাখ টাকা পুরস্কার দিলেন সেনাপ্রধান

প্রকাশিত: ৩:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

ইমরানুরকে ১১ লাখ টাকা পুরস্কার দিলেন সেনাপ্রধান

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশের কৃতিমান অ্যাথলেট ইমরানুর রহমানকে সম্মাননা পুরস্কার হিসেবে ১১ লাখ টাকার চেক দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পুরস্কার দেন।

 

সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

আইএসপিআর জানায়, এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী ইমরানুর বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত চুক্তিভিত্তিক খেলোয়াড়। গত এক বছরেরও অধিক সময় ধরে সেনাবাহিনী ও অ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব সাফল্য অর্জনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে যাচ্ছেন।

 

গত ২৩ আগস্ট ২০২২ অনুষ্ঠিত ১৬তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় তিনি দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া গত বছরের ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ৪৬তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিক্স দলের হয়ে তিনি অংশ নেন এবং ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক অর্জন করেন। সেনাপ্রধান এ সম্মাননা দেওয়ায় দেশের কৃতিমান অ্যাথলেটদের উৎসাহ এবং উদীয়মান অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে বলে আশা করছে আইএসপিআর।

 

0Shares