কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা

প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নির্বাহী কমিটির দ্বিতীয় সভার আয়োজন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান এর উপ পরিচালক সৌরভ পাল মিঠুন এর সঞ্চালনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে সভায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি), বর্ণালী পাল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহন ও রেকর্ড রুম শাখা) মীর রাশেদুজ্জামান রাশেদ, সহকারী কমিশনার ও এক্সিউিটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ সাফকাত আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: মলি আক্তার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদসহ কর্মকতা ও কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা অংশগ্রহণ করেন।

0Shares

এ সংক্রান্ত আরও সংবাদ