প্রাণিসম্পদ সেবা সপ্তাহে শিক্ষার্থীদের মাঝে দুধ ডিম বিতরণ

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

প্রাণিসম্পদ সেবা সপ্তাহে শিক্ষার্থীদের মাঝে দুধ ডিম বিতরণ

ডায়ালসিলেট ডেস্ক:  কুলাউড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো উৎসব পালন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারের সঞ্চালনায় দুধ ও ডিম খাওয়ানো উৎসবে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০২৩’ উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো একটি ব্যতিক্রমী উৎসব। প্রাণিজ আমীষ জাতীয় খাদ্য দুধ ও ডিম শিশুদের পুষ্টির চাহিদা পূরণ করে। এ ছাড়া মেধা ও শারিরিক বৃদ্ধি গঠনে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরব গোস্বামী, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিব উল্লাহসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, মঙ্গলবার উপজেলার পূর্ব রাউৎগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজিজুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্রছাত্রীদের দুধ ও ডিম খাওয়ানো হয়।

0Shares