ঢাকা ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী মেলা
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
মনজু বিজয় চৌধুরী॥ শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের আবিষ্কার বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং বিজ্ঞানের বিষয় গুলো জনসাধারণ ও শিক্ষার্থীদেরকে দেখিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী শক্তিকে এবং বিজ্ঞান শিক্ষায় উৎসাহিত ও সরকারের ভীষণ ৪১ স্মার্ট বাংলাদেশ করার প্রধান লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা। এবারের এই মেলার প্রতিপাদ্য বিষয় ছিল “আবিষ্কারের আশায় -কৌতূহলের নেশায়” এর স্লোগান সামনে রেখে দুইদিন ব্যাপী বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী মেলা ২০২৩ খ্রি: উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি: শাহ্ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ আশরাফুল আলম (শিপন) সঞ্চালনা করেন।শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী মেলা এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফ উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর সামাদ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য সৈয়দ মুজাম্মিল আলী শরীফ, শিক্ষানুরাগী সদস্য আব্দুল আজিজ ছালিক। একই মঞ্চ বিদ্যালয়ের বার্ষিকী পুরস্কার প্রদান করা হয় ।