আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুবরণ অনুষ্ঠিত

মনজু বিজয় চৌধুরী॥  আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিশুবরণ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় শিশুবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
মৌলভীবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আয়েশা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোতাহার বিল্লাহ, আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদা বেগম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আলী আমজদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক। অনুষ্ঠানে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রাজেশ্বরী সরকার। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিবাবকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। এই শিশুদের শিক্ষা বিকাশে শুধু পরিক্ষায় পাশের জন্যই মনোযোগ দিয়ে পড়ান বরং এই শিক্ষাটাকে বাস্তব জীবনে কাজে লাগাতেও উৎসাহিত করে তুলতে হবে। এবং প্রত্যেক শিক্ষকবৃন্দদের শিক্ষার্থীদের মেধা বিকাশে মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে হবে। বর্তমানে কোমলমতি শিশুদের জন্য নানামূখি পদক্ষেপ গ্রহন করেছে সরকার। ফল শ্রুতিতে দেশে শিক্ষার মান বেড়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের ৮৭ জন শিক্ষার্থীকে ব্যাজ পরিয়ে বরণ করেন।
এছাড়াও জাতীয় পর্যায়ে অলিম্পিয়াড ২০২৩ এর ২য় রার্নাস আপকে সম্মাননা স্মারক উক্ত বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী আতিয়া ফাইরোজ কে তুলে দেন প্রধান অতিথি।

0Shares