প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৩
জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় এক শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
পুলিশ ও নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি সকালে দরবস্ত ইউনিয়নের রওজাতুল ইসলাম চাক্তা মাদরাসার অফিস রুমে একই প্রতিষ্ঠানের ৪র্থ শ্রেণির ছাত্রীকে মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম দরবস্ত ইউনিয়নের চাক্তা গ্রামের মাওলানা মহিউদ্দিনের ছেলে মাওলানা মাসউদ আজহার (৪০) জোরপূর্বক পাশবিক নির্যাতন চালান। ঘটনার শিকার শিশুছাত্রী বাড়িতে গিয়ে পরিবারের নিকট ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর জৈন্তাপুর মডেল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে মাঠে নামে।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে দরবস্ত ইউনিয়নের মানিকপাড়া ঈদগাহ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মাওলানা মাসউদ আজহারকে আটক করে। আটক মাওলানা মাসউদ আজহার থানা পুলিশ হেফাজতে রয়েছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক অভিযুক্তকে আটকের বিষয় নিশ্চিত করে বলেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাদরাসার মুহতামিমকে আটক করা হয়েছে।
নির্যাতনের শিকার ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech