যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান পৌর মেয়র

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান পৌর মেয়র

মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে পৌরসভার ছড়া-খাল, ড্রেনে বা যত্রতত্র বাড়ির ময়লা-আবর্জনা ফেলে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যত্রতত্র ময়লা না ফেলার ,সাধারণ মানুষ ডাস্টবিন ব্যবহার করছেন না। সম্প্রতি মৌলভীবাজারের শহর বিভিন্ন এলাকায় ছড়া-খাল, ড্রেনের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছে। যেখানে-সেখানে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনা নিয়ে এই বিব্রতকর অবস্থা চলছে মৌলভীবাজারের পৌরসভায়। সড়কের পাশে শহরের হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানের ময়লা-আবর্জনা ফেলছে। মৌলভীবাজার শহরের ব্যবসা প্রতিষ্ঠান, বাজার, হোটেল রেষ্টুরেন্ট এবং বাসাবাড়ির বাসিন্দাদের ময়লা-আবর্জনা সৃষ্টি করা হচ্ছে। একটি পরিচ্ছন্ন পৌরসভার তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
নালা-নর্দমাগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার কারণে ভরাট ও বেদখলের কারনে সামান্য বৃষ্টি হলেই শহরের অনেক বাসা বাড়িতে পানি হয়ে পড়ত। আমি মেয়র নিবাচিত হওয়ার পর থেকেই পৌর বাসীদের নিয়ে কাঁচাবাজারণ ও বাজারের রাস্তা,ফুটপাত ড্রেনের উন্নয়নের কাজ করেন ।
পৌরবাসীর প্রতি আহ্বান জানান মৌলভীবাজার  পৌরবাসীকে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা হতে হবে। ময়লা আবর্জনা প্রতিদিন রাত ৮টা থেকে ১১টার মধ্যে আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে। যদি কেউ এ নিয়ম ভঙ্গ করেন, তাহলে, আগামীতে তার বিরুদ্ধে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।মৌলভীবাজার শহরের  শ্রীমঙ্গল রোড পরিদর্শন শেষে পৌরবাসীর প্রতি তিনি এ আহ্বান জানান।

0Shares