প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২৩
শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘ক্যারিয়ার ক্লাব’র আয়োজনে চতুর্থ ‘জব ফেস্ট’ উদ্বোধন হয়েছে। এতে দেশের স্বনামধন্য ২৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর ৩০০টির বেশি পদে আবেদন করার সুযোগ পাবেন স্নাতক পাসকৃত শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ জব ফেস্টের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনের সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহবুবুল হাকিম, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান এবং ফুড অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। এছাড়া সংগঠনের সদস্যবৃন্দ ও আগত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে কোষাধ্যক্ষ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা যে যেখানে গিয়েছে, সেখানে তারা ভালো করছে। তাদের মাধ্যমে পরবর্তী গ্রাজুয়েটদের কদর বৃদ্ধি পাচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও আমাদের গ্রাজুয়েটরা দক্ষতার সাথে গবেষণা ও বিভিন্ন চাকরিতে কাজ চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, শাবিপ্রবি শিক্ষা ও গবেষণায় যে মানে এগোচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে আমরা সঠিক পথে আছি। চতুর্থ শিল্প বিপ্লবের কথা মাথায় নিয়ে আমরা আমাদের একাডেমিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছি। আমরা চাই আমাদের গ্র্যাজুয়েটরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকুক।
জানা যায়, ক্যারিয়ার ক্লাবের আয়োজনে জব ফেস্টে দেশের বিভিন্ন জায়গার বিখ্যাত ২৮টি প্রতিষ্ঠানের প্রায় ৩০০ টিরও বেশি চাকরি নিয়ে অংশগ্রহণ করেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পাঠাও, আইপিডিসি ফাইন্যান্স, অথল্যাব, প্রাণ-আরএফএল গ্রুপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, এপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, সিলেট ইম্পিরাল হাসপাতালসহ বিভিন্ন ন্যাশনাল ও মাল্টিন্যাশনাল কোম্পানি।
দুইদিনব্যাপী এ জব ফেস্টের প্রথমদিন প্রতিষ্ঠানের শূন্যপদের জন্য সিভি গ্রহণ করা হবে। পরদিন ২ মার্চ (আজ) সিভি থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এই জব ফেস্টে সিলেটের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগ হতে স্নাতক সম্পন্নকৃত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech