প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৩
জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজারে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের নারাপিংয়ের শেরপুরের মৃত আসাব আলীর ছেলে ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শিশু শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি নিয়ে এর চালক পালিয়ে যান। তাকে আটক করতে পুলিশ কাজ করছে।
Address: Kaniz Plaza, Zindabazar, Sylhet
United Kingdom, London Mobile :+447438548379
dialsylhetnews@gmail.com
Design and developed by AshrafTech