লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রানীর মৃত্যুরোধে রেলপথে ট্রেনের গতি সর্বোচ্চ ২০ কি.মি নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৩

 লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রানীর মৃত্যুরোধে রেলপথে ট্রেনের গতি সর্বোচ্চ ২০ কি.মি নিয়ন্ত্রণ কর্মসূচি পালিত

মনজু বিজয় চৌধুরী॥ বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রানীর মৃত্যুরোধে লাউয়াছড়া জাতীয় উদ্যান এর মধ্যস্থিত রেলপথে ট্রেনের গতি সর্বোচ্চ ২০ কি.মি নিয়ন্ত্রণ কর্মসূচী পালন করা হয়েছে।
শুক্রবার ৩ মার্চ বন বিভাগের আয়োজনে শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন এবং লাউয়াছড়া জাতীয় উদ্যানস্থ রেলপথে এ কর্মসূচি পালন করা হয়। এসময় স্টেশন এলাকায় ও পারাবত ট্রেন থামিয়ে চালকসহ অন্যদের সচেতনতার লক্ষ্যে ক্যাম্পিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসকে দাশ সুমন, সাংবাদিক ইসমাইল মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক রুপম আচার্য্য, স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার ইনডেনজারড ওয়াইল্ডলাইফ’র (সিইউ) সংগঠনের ফাউন্ডার এডমিন খোকন থৌনা উজাম, সোহেল শ্যাম, পরিবেশ কর্মী কাজী সামছুল হক, তাপস দাশ, পঙ্কজ ভট্টাচার্য, তুষার দেব প্রমূখ।

0Shares