দোকন কোঠার ভাড়া নিয়ে চেষ্টার অভিযোগে গ্রেফতার: ১

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৩

দোকন কোঠার ভাড়া নিয়ে চেষ্টার অভিযোগে গ্রেফতার: ১

ডায়াল সিলেট ডেস্ক ॥ ভাড়া নিয়ে ঝগড়া করে মালিককে প্রানে ঝগড়া করে দোকান মালিক রোমান খাঁনকে প্রানে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার(২৪ ফেব্রুয়ারী) উপজেলা টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামে ঘটনাটি ঘটে। এঘটনায় ৩ জনকে আসামী করে রাজনগর থানায় মামলা হয়েছে। রাজনগর থানার পুলিশ লকুছ মিয়া(৫৮) কে গ্রেফতার করেছে। জানা যায়, সালন( হুড়াবাই) গ্রামের রোমান খাঁন(৪০) এর পিতার নিকট থেকে লকুছ মিয়া(৫৮) ৩ বছরের জন্য দোকান কোঠা ভাড়া নেন। মেয়াদ শেষ হওয়ার পরও দোকান কোঠা ব্যাবহার করে আসছিলেন। নিয়মিত ভাড়া না দেওয়ার কারনে চুক্তি শেষ হওয়ার পর দোকান কোঠা ছেড়ে দেওয়ার জন্য তাগদা দেন রোমান খাঁন।মঙ্গলবার(২১ ফেব্রুয়ারী) লকুছ মিয়া দোকান কোঠা ছেড়ে দেয়। কিন্তু দোকান কোঠার ভাড়া ও এক মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। ২৪ ফেব্রুয়ারী ঐ টাকা চাইতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ুমাহি মিয়া(২৫),ফাহিম মিয়া(২৮), লকুছ মিয়া(৫৮) চাকু, লোহার রড় ও দেশীয় অস্ত্র দিয়ে মাথায় মেরে মারাত্নক ভাবে আহত করে। আহত রোমান খাঁনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0Shares